Sasraya News

Thursday, June 19, 2025

Dev : দেবকে পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Listen

দেবকে পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠক ছিল আজ বুধবার। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়ও। বর্তমানে পর্যটন দপ্তরের দায়িত্বে আছেন বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রী দেবকে বলেন, “এই দেবকে বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করো তো তোমরা! আগে একটা ভাল করে পর্যটন নিয়ে ভিডিও বানিয়ে নাও। তার পর দেবরা মিলে করুক।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের শাহরুখ আছে। একটা ভিডিও করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না। দেব তুমি বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটু কাজ করবে!” দেবকে তিনি জিজ্ঞেস করেন, “দেব তুমি কিছু বলবে।” দেব হেসে উত্তর দেন, “না না। কিছু বলব না।” পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা গিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। এখন থেকে সাংসদ ও অভিনেতা দেব পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment