



৬ এপ্রিল কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-এর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-এর। ৬৪ দিন অতিক্রম করল শহীদ মিনার চত্বরে সরকারি কর্মচারীদের আন্দোলন। রেড রোডে ধর্না মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের ‘চোর-ডাকাত’ বলে আক্রমণ শানান। তার প্রতিবাদে শহীদ মিনারের মহা সমাবেশ থেকে আন্দোলনকারীরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মন্তব্যের নিন্দা করেন বলে উল্লেখ। রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আগামী ৬ এপ্রিল রাজ্যের সমস্ত সরকারি দফতরে কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।
