Sasraya News

Cultural program Bangladesh : অজস্র মানুষের উপস্থিতিতে, ম্যাজিক লণ্ঠন-এর ৮০০

Listen

অজস্র মানুষের উপস্থিতিতে, ম্যাজিক লণ্ঠন-এর ৮০০ 

সাশ্রয় নিউজ : শতাধিক কবির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল ম্যাজিক লণ্ঠন

সাপ্তাহিক কবিতার আড্ডার ৮০০ তম পর্ব। 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ম্যাজিক লণ্ঠন বাংলা কবিতার বাঁক-বদলের ধারায় অবদান রেখেছে। কবিতা-সংগঠন হিসেবে ৮০০-তম আড্ডা অতিক্রম করে এই সংগঠন সময়ের দায়িত্ব পালন করেছে। প্রতি সপ্তাহে আড্ডা-অনুষ্ঠান করে অতি ধৈর্যের পরিচয় দিয়েছে সংগঠনটি। ম্যাজিক লণ্ঠন আড্ডায় কবিকে তার গুণাবলি তুলে ধরে কবির লেখনিকে বেগবান করে তোলে। 

আলোচকরা ম্যাজিক লণ্ঠন’কে আরও প্রকাশনার দিকে কাজ করার আহবান জানান। এবং ম্যাজিক লণ্ঠন প্রধান সম্পাদক কবি রতন মাহমুদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন। ম্যাজিক লণ্ঠন গঠন করে প্রায় দুই দশক টিকিয়ে রাখতে পারার জন্য তাঁকে এবং পুরো সম্পাদনা পরিষদকে ধন্যবাদ জানান। যে-কোনও মূল্যে ম্যাজিক লণ্ঠনকে এগিয়ে নেওয়ার আহবান জানান। তাঁরা কবি রতন মাহমুদের রোগমুক্তি কামনা করেন। 

৮০০তম আড্ডায় সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি আলকামা সিদ্দিকী। ‘বাংলা কবিতার অগ্রযাত্রায় ম্যাজিক লণ্ঠন’–এই বিষয়ের ওপর আলোচনা করেন আলোচকরা। গত ২৮ অক্টোবর ২০২২ তারিখ শুক্রবার বিকেলে ঢাকার পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ আড্ডা  অনুষ্ঠিত হয়।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ৮০০ তম আড্ডায় আলোচনা, উপস্থিত ও কবিতা পাঠে অংশ নেওয়া কবিগণ হলেন রেজাউদ্দিন স্টালিন, শেখ বাতেন, মোহন রায়হান, সিরাজুল ফরিদ, বিলু কবীর, ফেরদৌস হোসেন, আলকামা সিদ্দকী, সোমা মাহমুদ, ফরিদুজ্জামান, রমজান মাহমুদ, লিন্ডা আমিন, ইউসুফ রেজা, রুকসানা রহমান, বকুল আশরাফ, সিগমা আউয়াল, শাহিদা ফেন্সী, ড. ইসমাত মির্যা, ড. মুস্তাফা মজিদ, দিলদার হোসেন, বদরুল হায়দার, গোবিন্দ লাল সরকার, সাঈদ তপু,  হাফিজ উদ্দীন আহমদ, কুমার বিপ্লব,  তারিক শিপন, নুরুদ্দীন শেখ, লিলি হক, কামরুজ্জামান, আতিয়ার রহমান, মআআ মুক্তাদীর, ফেরদাউসী কুঈন, আবু সুফিয়ান খান, মালেক মাহমুদ, শিবুকান্তি দাশ, অমিত কুমার কুণ্ডু, রাসেল আহমেদ, ইকবাল হোসেন, সরকার হুমায়ুন, তাসলিমা জামান পান্না, নুরুন্নাহার ডলি, মজিবুর রহমান মনজু,

মোহাম্মদ জাহিদুল আলম, নূর মোহাম্মদ, দালান জাহান, এজাজ সানোয়ার, শেখ আবদুল হক চাষী,  মিয়া বাবরুল পথকবি, সত্য দেবনাথ, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ হোসেন, ইসরাত জেরিন সোহা, কাউসার, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ইসরাত হোসেন বাবলু, মতিয়ারা চৌধুরী মিনু, সৈয়দ এনায়েত আলী, কামরুজ্জামান ভূঁইয়া, শাহানা সিরাজী, মুরাদ চৌধুরী, মৌসুমী আক্তার, পারভীন শাহনাজ, শেলী সেলিনা, আমির হোসেন চৌধুরী, রাশনা শারমিন, খন্দকার আতিক, জোবায়েদ সুমন, ওসমান গনি, শেফালী দৌউসী, নুসরাত জাহান, মুহাম্মদ হেলাল উদ্দিন, লুৎফর চৌধুরী,  সাইফুল ইসলাম মজুমদার, এস এইচ মাসুম মজুমদার, রমিজ খান, টিটু বাহার, আবুল বাসার, শুভ ঘোষ, রুহুল মাহবুব, মুসতাক মুকুল, লুৎফুন নাহার, ফাহিমুল, নাবিলা ইয়াসমিন, এন এম শামীম, মোহাম্মদ সোলায়মান সহজ প্রমুখ।

৮০০ তম আড্ডা সঞ্চালনা করেছেন, ম্যাজিক লণ্ঠন সম্পাদক রমজান মাহমুদ ও শাহিদা ফেন্সী।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read