



প্রেমিকের থেকে ৮০ লক্ষ টাকা নিয়ে উধাও তরুণী
সাশ্রয় নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপের পর প্রেম। তারপর প্রেমিকা ৮০ লক্ষ টাকা নেন যুবকের থেকে। এভাবেই এক যুবতীর প্রেমে অন্ধ হয়ে ৮০ লক্ষ টাকা খুইয়েছেন এক যুবক। যুবকের থেকে টাকা নিয়ে তরুণী তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেনি বলে খবর।
এমনই একটি মর্মান্তিক ঘটনার জানিয়ে এক যুবক বাংলাদেশের রাজধানী শহর ঢাকার তেজগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদসূত্রে জানা যায়। সংবাদসূত্রে আরও উল্লেখ যে, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে ৮০ লক্ষ টাকা তরুণী যুবকের থেকে নিয়েছেন। টাকা নেওয়ার পরে যুবকের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তরুণী। খবরে প্রকাশ, তরুণীর নামে ঢাকার তেজগাঁও থানায় প্রতারণার অভিযোগ জানিয়েছেন যুবক।
