Sasraya News

Cricket : রাঁচিতে বড় ব্যবধানে জিতল ভারত

Listen

রাঁচিতে বড় ব্যবধানে জিতল ভারত

সাশ্রয় নিউজ : দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত। প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ম্যাচে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। আজকে রবিবার রাঁচিতে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৮ রান করে কেশব মহারাজ-এর দক্ষিণ আফ্রিকা।

৩ উইকেট নিয়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন মহম্মদ সিরাজ। শর্দল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন। আবেশ কুমার ৭ ওভার বল করেও কোনও উইকেট পাননি। এইডেন মার্করাম ৭৯ ও রিজা হেন্ড্রিক্স দক্ষিণ আফ্রিকা টিমের সর্বাধিক ৭৪ রান করেন। টসে জিতে দক্ষিণ আফ্রিকার দলনায়ক কেশব মহারাজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

২৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন শুভম গিল ও শিখর ধাওয়ান। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ধাওয়ান। তাঁকে ষষ্ঠ ওভারে প্যাভিলিয়ন পাঠান পার্নেল। অধিনায়ক ধাওয়ান মাত্র ১৩ রান করেছেন। ২৬ বলে ২৮ রান করেছেন শুভম গিল। শ্রেয়স ও ঈশান-এর অনবদ্য পার্টনারশিপ ভারতকে ম্যাচের মধ্যে নিয়ে আসে। অবশ্যই শ্রেয়স আইয়ার-এর সেঞ্চুরি এই ম্যাচের অন্যতম বিশেষ মুহূর্ত।

তেমনি অন্যতম দুঃখের ঈশানের কাছে। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি অধরাই থেকে গেল ঈশান কিষাণ-এর। ৯৩ রান করে সাজ ঘরে ফিরে গেলেন। তবে তাঁর দুরন্ত ব্যাটিং আগামী দিনের ভারতীয় ক্রিকেট দলকে ভরসার জায়গায় রাখবে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

চতুর্থ উইকেটে সঞ্জু ও শ্রেয়স দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অপরাজিত শ্রেয়স আইয়ার ১১৩ ও সঞ্জু স্যামসন ৩০ রান করেন। ভারত ৪৫ ওভার ৫ বল খেলে ২৮২ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read