Sasraya News

CPIM : অশোকনগরে সভা সিপিআই(এম) এর সভা

Listen

সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সিপিআই(এম)-কে (CPIM) আগেও পথে নামতে দেখা যায়। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিপিআই(এম)-এর যুব সংগঠন ভারতের যুব ফেডারেশন এসপি অফিস অভিযান করেছিল। সেখানে পুলিশ ও বাম যুব সংগঠনের কর্মীদের আটকে ছিল পুলিশ বলে উল্লেখ। সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে একাধিক ধারার মামলাও রুজু হয়।

অন্যদিকে, আজ কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে ওই মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শেখ শাহজাহানকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এদিকে আজ উত্তর চব্বিশ পরগণার অশোক নগরে সন্দেশখালির মানুষের জমি লঠ, নারীদের সম্মান হরণের পাশাপাশি রাজ্যের শাসক দলের নেতাদের দৌরাত্ম্যের প্রতিবাদে সভা করল সিপিআই (এম)। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও জেলা ও স্থানীয় নেতৃত্ব ওই সভায় বক্তব্য রাখেন। -সংগৃহীত ছবি 

আরও খবর : Abhijit Ganguly : ‘তৃণমূলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল এক তালপাতার সেপাই’ : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরও খবর : 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read