Sasraya News

Thursday, June 19, 2025

Cough syrup recover : বালুরঘাটে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ

Listen

বালুরঘাট সীমান্তে উদ্ধার উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ

সাশ্রয় নিউজ ★ বালুরঘাট : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ। পাচারের আগে দূর্গাপুর বিওপি থেকে শনিবার ভোর রাতে বিএসএফ আধিকারিকরা কফ সিরাপগুলি উদ্ধার করেন। বিএসএফ সূত্রে উল্লেখ যে, ৩৪০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। ঘটনায় কেউ গ্রেফতার হননি বলে বিএসএফ সূত্র জানান। উদ্ধারকৃত ৩৪০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ বিএসএফ বালুরঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। বালুরঘাট থানার ওসি জানান, ‘সীমান্তে পাচারের আগে কফ সিরাপগুলি উদ্ধার করেছে বিএসএফ।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment