



ডাকাতির ছক বানচাল করল পুলিশ
সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : টাপুরহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ বানচাল করল ডাকাতির। কোতোয়ালি থানার পুলিশ সূত্রে খবর, একটি অ্যাম্বুলেন্স আটকায় টাপুরহাট ক্যাম্পের পুলিশ। ওই অ্যাম্বুলেন্স-এ তল্লাশি করে ধারালো অস্ত্র সহ একটি পিস্তল ও তিন রাউণ্ডগুলি উদ্ধার করে পুলিশ। অ্যাম্বুলেন্স-এর ৫ যাত্রী গ্রেফতার হয় পুলিশের হাতে। উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে আগেই খবর ছিল। সেই অনুযায়ী নাকা তল্লাশি চালায় পুলিশ। বড় সাফল্য পায়। তেমনি বানচাল হয় বড় ধরনের ডাকাতির ছকও।
