Sasraya News

Cooch Behar : ডাকাতির ছক বানচাল করল পুলিশ

Listen

ডাকাতির ছক বানচাল করল পুলিশ

সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : টাপুরহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ বানচাল করল ডাকাতির। কোতোয়ালি থানার পুলিশ সূত্রে খবর, একটি অ্যাম্বুলেন্স আটকায় টাপুরহাট ক্যাম্পের পুলিশ। ওই অ্যাম্বুলেন্স-এ তল্লাশি করে ধারালো অস্ত্র সহ একটি পিস্তল ও তিন রাউণ্ডগুলি উদ্ধার করে পুলিশ। অ্যাম্বুলেন্স-এর ৫ যাত্রী গ্রেফতার হয় পুলিশের হাতে। উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে আগেই খবর ছিল। সেই অনুযায়ী নাকা তল্লাশি চালায় পুলিশ। বড় সাফল্য পায়। তেমনি বানচাল হয় বড় ধরনের ডাকাতির ছকও। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read