



সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ অণ্ডাল গ্রেফতার ‘ভুয়ো পুলিশ ‘
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তি রবীন্দ্রনাথ চৌধুরী নামে জিআরপি পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠেন। যে ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারকে মারধর করেন, সে নিজেকে স্টেশনের যাত্রীদের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়েছিলেন। তারপর ঘটনা স্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। ওই ব্যক্তির মারে আহত সিভিক ভলেন্টিয়ার লিখিত অভিযোগ জানান নিউ ফরাক্কা জিআরপিতে। মঙ্গলবার রাতে দূর্গাপুরের অণ্ডাল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি পুলিশ কর্মী নন। তাঁর নাম আশু শেখ। পুলিশ ধৃতকে জঙ্গীপুর মহাকুমা আদালতে পেশ করেন।
