Sasraya News

Wednesday, June 18, 2025

Child Murder : তিলজলায় শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ

Listen

তিলজলায় শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তিলজলায় শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ। শিশুর পরিবারের লোকজন ও এলাকাবাসী তিলজলা থানায় সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসার জন্য তিলজলা থানার পুলিশ লাঠি চার্জ করেন বলে উল্লেখ। ঘটনায় শিশুটির পরিবারের লোকজন পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, একজন ছয় বছরের শিশুর বস্তা বন্দী দেহ উদ্ধার হয় একটি ফ্ল্যাটের ভেতর থেকে। এরপরই পরিবারের লোকজন ও এলাকাবাসী তিলজলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এবং এএলাকাবাসীদের সঙ্গে পুলিশের বচসা বাধে বলে বিশেষ সূত্রে জানা যায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment