Sasraya News

Thursday, February 13, 2025

Buddhadeb Bhattacharya Demised : প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Listen

পিনাকী চৌধুরী ★ সাশ্রয় নিউজ, কলকাতা : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন (Buddhadeb Bhattacharya Demised)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গতকাল রাতে তাঁর প্রবল শ্বাসকষ্ট হয়, চিকিৎসকরা এসে তাঁকে বাড়িতেই নেবুলাইজার প্রয়োগ করে কিছুটা স্বস্তি দেন। তবে আজ সকালে তিনি প্রাতঃরাশ খেয়ে চা খান , এবং তার পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

১৯৪৪ সালে উত্তর কলকাতায় কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বাংলা ভাষায় স্নাতক ডিগ্রী অর্জন করেন। কলেজ জীবনেই তিনি এনসিসি’র ক্যাডেট (নৌ শাখা) ছিলেন। এরপর তিনি সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম পলিটব্যুরোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত বামফ্রন্ট সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব পালন করেছেন। তিনিই বলেছিলেন ”কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।” এবং সেই স্লোগানকে সামনে রেখে বামফ্রন্ট ২৩৫ টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে এবং বুদ্ধদেব ভট্টাচার্য পুনরায় মুখ্যমন্ত্রী হন। কিন্তু যে শিল্পের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ, সেই শিল্পের জন্য জমি অধিগ্রহণ করাকে কেন্দ্র করে বুদ্ধ বাবুকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়। বস্তুতঃ ২০০৬ – ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন। আদ্যন্ত বামপন্থী এই বিশিষ্ট মানুষটি কিন্তু বেশ সংস্কতমনস্ক ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যে শোকের ছায়া। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment