



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhatacharjee) প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালবেলা তাঁর পাম অ্যাভেনিউয়ের প্রিয় বাড়িতেই অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এ রাজ্যের বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। বুদ্ধবাবু একজন সু-সাহিত্যিক ছিলেন। প্রণেতা অনেক পুস্তকের। বুদ্ধদেব ভট্টাচার্য-এর প্রয়াণের পর সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, বুদ্ধবাবুর সিগারেট খাওয়া পছন্দ ছিল না তাঁর। তাঁর কথায়, “ওঁ ভীষণ সিগারেট খেতেন। সেটা আমি লক্ষ্য করেছি। এত সিগারেট খাওয়াটা আমার খুব একটা পছন্দ হত না।” শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরও বলেন যে, “আমি দেখেছিলাম, হাতটা একটু কাঁপচ্ছে। ইচ্ছা ছিল বলি তাঁকে, যে এত সিগারেট খাবেন না, কিন্তু সেটা বলতে সাহস পাইনি। তারপর দেখলাম সিওপিডি-তে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আপাদমস্তক একজন বাঙালি ভদ্রলোক। অত্যন্ত সৎ মানুষ।” প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ আজ পিস হেভেনে রাখা হবে। সেখান থেকে তাঁর দেহ দান করা হবে হাসপাতালে।
-ফাইল চিত্র
আরও খবর : Buddhadeb Bhattacharya Demised : প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
