Sasraya News

Saturday, February 15, 2025

Brazil : রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রায় নাজেহাল ব্রাজিল

Listen

সাশ্রয় নিউজ ★ ব্রাসিলিয়া : সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ব্রাজিলে (Brazil)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রিওডি জেনেরিওতে গত সোমবার ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছায়। এর ফলে রিও’তে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বন্ধ বেশ কিছু অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।

রাকুয়েল কোরিয়ে নামে ব্রাজিল আবহাওয়া দফতরের একজন সহকারী কর্মকর্তার কথায়, ‘গত বছরের নভেম্বরে রিওতে ৫৯.৭ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছিল।’ আবহাওয়াবিদদের কথায়, ‘ফিল লাইক টেম্পারেচার’ অনুসারে, রিওজেনেরিও’র বসবাসকারীরা ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে।’ সর্বোচ্চ তাপমাত্রার কারণ হিসেবে পরিবেশ বিজ্ঞানীরা যথেচ্ছভাবে গাছ কাটা, মাত্রারিক্ত যানবাহন, নিয়ম বহির্ভূত বহুতল নির্মাণ প্রভৃতি বিষয়গুলিকেই সামনে নিয়ে আসছেন। তাঁদের কথায়, আগামীদিনগুলিতে অবস্থা আরও মারাত্মক আকার নিতে পারে। অন্যদিকে, অস্বস্তিকর গরম থেকে নিস্তার পেতে অনেকেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে আশ্রয়ের জন্য পাড়ি দিচ্ছেন বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Arakan Army : আরাকন আর্মির দখলে রাথিডং শহর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment