Sasraya News

Saturday, February 8, 2025

Blackmail with private video : অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার প্রেমিক ও শিক্ষিকা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল সহকর্মীকে (Blackmail with private video)। এই অভিযোগে গ্রেফতার একজন স্কুল শিক্ষিকা। পুলিশ গ্রেফতার করেছে ওই স্কুল শিক্ষিকার প্রেমিককেও। বিশেষ সূত্রে জানা যায়, শিক্ষিকার প্রেমিক মেট্রোরেলে কর্মরত। 

-প্রতীকী ছবি 

 

ঘটিনা সম্পর্কে জানা যায়, ধৃতার সঙ্গে নির্যাতিতা একই স্কুলে পড়াতেন। তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন মেট্রোরেলকর্মী। ক্রমেই ওই তিনজনের ঘনিষ্ঠতা বাড়ে। পুলিশ সূত্রে জানা যায়, ওঁরা তিনজন একসঙ্গে প্রায়ই ঘুরতেও যেতেন। 

-প্রতীকী ছবি

নির্যাতিতা সম্পর্কে পুলিশ সূত্রে খবর, তিনি একা থাকেন একটি বাড়িতে। একদিন ওই বাড়িতে যান শিক্ষিকা ও মেট্রোরেলকর্মী। রাতে তাঁরা ওই রাতে ওই বাড়িতে থেকে যান। সেদিন নির্যাতিতার সঙ্গে মেট্রোরেলকর্মী যুবক শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। এবং সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করেন শিক্ষিকা। এরপর যুবক ও শিক্ষিকা নির্যাতিতাকে ক্রমাগত ‘ব্ল্যাকমেল’ করতে শুরু করেন। এবং তাঁর থেকে ওই দু’জন কুড়ি লক্ষ টাকা নেন। শুধু তা-ই নয়, নরেন্দ্রপুর থানা সূত্রে জানা যায়, তাঁরা নির্যাতিতার থেকে গয়নাও নেন। এরপরেও ক্রমাগত চাপ সৃষ্টি করায় তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযোগ পেয়ে, অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে। ছবি : প্রতীকী 

আরও পড়ুন : 

Digha : দীঘায় ঘুরতে গিয়ে ধর্ষণের ধর্ষণের শিকার এক তরুণী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment