Sasraya News

Saturday, February 15, 2025

Bizzare Out : সৎ ক্রিকেটার

Listen

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ক্রিকেট আন্তর্জাতিকভাবে প্রভূত সাড়া জাগানো খেলা একথা বোধহয় বর্তমান শতাব্দীতে আর বলার অপেক্ষা নেই। বিশেষ করে, এশিয়া মহাদেশে ভারত সহ ক’য়েকটি দেশ সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রভৃতি দেশ আন্তর্জাতিক ক্রীড়া মহলে ক্রিকেটে আমোদিত।

তবে, বৈদেশিক মহলও স্বীকার করে, ভারত থেকে ক্রিকেটে আয় যথেচ্ছ। এবং দেশীয় অন্যান্য খেলার থেকে এদেশে যেভাবে ক্রিকেট জনপ্রিয় হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তো এই ক্রিকেটের মাঠে নানান ঘটনা ক্রিকেট প্রেমীদের চোখ ধাঁধিয়ে দিয়েছে অতীতেও।

সম্প্রতি শ্রীলঙ্কান ক্রিকেটারের সৎ মানষিকতার পরিচয় পাওয়া যায় খেলার মাঠে। কী হয়েছিল? সূত্রের খবর যে, খেলার মাঠে আম্পায়ার এক ব্যাটারকে প্রতিপক্ষের আহ্বানে সাড়া না দিয়ে নট আউট দেন। সেক্ষেত্রে ব্যাটারটির আনন্দিত হওয়ারই কথা ছিল। কিন্তু হলেন না। তিনি নিশ্চিত জানতেন যে, আম্পায়ার প্রতিপক্ষের আবেদনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন!

ঘটনাটি লঙ্কা প্রিমিয়ার লিগে। জাফনা কিংস ও গল মার্ভেলসের ভেতর ম্যাচে। ব্যাট করছিলেন গল মার্ভেলসের ক্যাপ্টেন নিরোশান ডিকওয়েলা। প্রতিপক্ষ বোলার আজমাতুল্লা ওমরজাইয়ের একটি বল ফাইন লেগে খেলার চেষ্টা করেন। তবে বলটি ব্যাটে বলে হয়নি। গ্লাভসের কাছ দিয়ে গিয়েছিল উইকেট কিপারের হাতে। স্বভাবতই উইকেটের জন্য আবেদন করেন আজমাতুল্লা। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সকলে চমকে দিয়ে শ্রীলঙ্কান ব্যাটার তথা গল মার্ভেলসের ক্যাপ্টেন নিরোশান ডিকওয়েলা নিজেই রিভিউ চেয়ে নেন। তাঁর এই সিদ্ধান্তে মাঠভর্তি সকলেই চমকে যান। টিভি আম্পায়ার দেখেন, নিরোশান ডিকওয়েলার বল ওঁর গ্লাভস ছুঁয়েই উইকেট কিপারের হাতে যায়। নিরোশান নিজে নিশ্চিত ছিলেন যে তিনি আউট হয়ে গিয়েছেন। এবং টিভি আম্পায়ার তাঁকে আউট দেন। তবে প্রসঙ্গ হল, শ্রীলঙ্কান ক্রিকেটারের খেলার প্রতি সৎ-স্বচ্ছ ভাবমূর্তি ক্রিকেট বিশ্বে নতুন দৃষ্টান্ত। 

আরও পড়ুন : Madarihat : বন-মহোৎসব উদযাপন

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment