



গোগোর বাবার চরিত্রে কৌশিক ব্যানার্জীর অভিনয় মানুষের মনে দাগ কাটবে অবশ্যই’ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ রবীন্দ্রনাথের এই কথাগুলি তার মুখে যেন অন্য রকমের মাত্রা এনে দিল।… অথৈ সিনেমাটি দেখে এসে লিখলেন : সোমা বিশ্বাস
“মানুষ মানুষকে ভালোবাসে না ঘৃণা করে নয়তো ট্রোল্ড করে, মানুষ মানুষকে অবিশ্বাস করে অথৈ”- টিজার বা ট্রেলারে বলা এই কথাগুলি এখন বোধহয় অনেকের মুখে মুখে। শেক্সপিয়র আজ থেকে বহু বছর আগে যা রচনা করে গেছেন, মানুষের অনুভূতি, আবেগ, ঘৃণা ভালবাসা হিংসা নিয়ে সেই প্রকাশ সেই ধারা এখনও রয়ে গেছে। যা এখনও বর্তমান! শুধু তার প্রকাশ ভঙ্গি হয়ত বদলেছে। কিন্তু মানুষের মন একই রয়ে গেছে, সিনেমাটি দেখতে গিয়ে সেটি মনে হচ্ছিল।

মানুষের রাগ বা হিংসা কিংবা মানুষের মন ভাঙানোর যে ক্রমাগত কায়দা বা কাউকে হিংসা করে শেষ করে দেওয়ার ক্ষমতা কতটা প্রবল হয়ে ওঠে তা দেখে মাঝেমধ্যে গায়ে কাঁটা দিচ্ছিল। আসলে মানুষের বিচিত্র এই চরিত্রগুলি তো আমাদের আশেপাশেই ছড়িয়ে থাকে তখন সেটা যখন সিনেমাগ্রাফি বা সিনেমার পর্দায় জ্বলন্ত হয়ে ওঠে তাহলে তো তার রেশ একটা অন্য রকমের হয়ে ওঠে। অর্ণ মুখোপাধ্যায় থিয়েটার জগতের লোক তার প্রথম পরিচালনা সঙ্গে অভিনয় অসাধারণ বললেও কম বলা হবে। অর্ণ মুখোপাধ্যায়ের চোখের ভাষা বা মুহূর্ত অনুযায়ী তার অভিব্যক্তি যেন সেই ঔজ্জ্বল্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টর গীতিকার এবং অভিনয় অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কোনও কথাই হবে না। মানুষের হাততালি বা বিশেষ দৃশ্যগুলিতে উচ্ছ্বাস বলে দিচ্ছিল কতটা প্রাণবন্ত আর সোহিনীর সাবলীল অভিনয় সবকিছু নিয়ে একটা জমজমাট কেউ দেখতে গিয়ে হয়ত নিরাশ হবেন না। সেই সঙ্গে সকলের মুহূর্ত বিশেষে সকলের অসাধারণ অভিনয় বিশেষ করে মিলি ও মুকুল চরিত্র যে দু’জন করলেন এক কথায় অনবদ্য। অনেকদিন পর গোগোর বাবার চরিত্রে কৌশিক ব্যানার্জীর অভিনয় মানুষের মনে দাগ কাটবে অবশ্যই’ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ রবীন্দ্রনাথের এই কথাগুলি তার মুখে যেন অন্য রকমের মাত্রা এনে দিল। সেই সঙ্গে আর একজন কৌশিক বোস! যিনি ছবিতে দিয়ার বাবা হয়েছে তিনি অল্প কিছুর জন্য হলেও দারুণ অভিনয় করলেন ; কোনটা ছেড়ে কোনটার কথা বলব! সমিক হালদারের সিনেমাগ্রাফি আলো আঁধারের দৃশ্যগুলো যেন সিনেমার পর্দায় দেখবার মতো। সেই সঙ্গে অমিত চ্যাটার্জির ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটিকে আরও অসাধারণ করে তুলেছে। বেশ কিছু বিষয় নিয়ে বাংলা সিনেমা এখন পরীক্ষা করতে ভালোবাসে যারা একটু অন্য ধরনের সিনেমা ভালবাসেন বা জীবনের গল্প ভালবাসেন যার যুগ যুগান্তর ধরে প্রবল এবং প্রকট এবং প্রচ্ছন্নভাবে আমাদের জীবনধারাকে ঘিরে রয়েছে যেখানে মানুষের রাগ, অভিমান, ভালবাসা, ঘৃণা, বিদ্বেষ, ভুল বোঝানোর জিনিসগুলি কীভাবে কতটা প্রাধান্য পায়, কীভাবে মানুষকে প্রভাবিত করে তার একটি অসাধারণ উদাহরণ হয়ে থাকবে এই অথৈ সিনেমাটি। সকলে দেখতে পারেন ছবিটি। 🍁
আরও পড়ুন : Agartala : ‘ভরতনাট্যম’-এ জাতীয় স্তরের বৃত্তি পেলেন অদ্রিজা
