Sasraya News

Tuesday, February 11, 2025

Arvind Kejriwal : ফের ইডির তলব অরবিন্দকে

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : নবমবার ইডি’র তলব অরবিন্দ কেজরীওয়ালকে (Arvind Kejriwal)।  আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে এর আগে আটবার নোটিশ পাঠায় ইডি। প্রত্যেকবারই তিনি সমন এড়ান বলে উল্লেখ।

এরপর ফের সমন পাঠাল ইডি। এই নিয়ে নবমবার তাঁর কাছে ইডির সমন বলে সূত্রের খবর। শুধু আবগারী মামলাই নয়, এবার জল বোর্ড মামলাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন পাঠিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ওই মামলায় ১৮ মার্চ তাঁকে হাজিরার জন্য বলা হয়। অন্যদিকে আবগারী মামলায় সশরীরে ২১ মার্চ হাজিরার নির্দেশ। উল্লেখ্য যে, আফগারী দুর্নীতি মামলায় শনিবার কোর্ট থেকে আগাম জামিন পান অরবিন্দ কেজরীওয়াল। ছবি : ফাইল থেকে 

আরও খবর : Sasraya News, Literature Special Issue।। 17, 2024 : সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল।। মার্চ ১৭, ২০২৪ সংখ্যা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment