



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। শিক্ষা দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছিল পার্থঘনিষ্ঠ (Partha Chatterjee) অর্পিতা মুখোপাধ্যায়কে। সোমবার ইডির বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। অন্যদিকে, একাধিকবার জামিনের আবেদন করেও জামিন পাননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি ওই মামলায় বর্তমানে বন্দী প্রেসিডেন্সি সংশোধনাগারে।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই, ২০২২ তারিখে ইডি (ED) গ্রেফতার করে পার্থঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। প্রথমে পুলিশ হেফাজত ও তারপর থেকে আদালতের নির্দেশে তিনি সংশোধনাগারে বন্দী ছিলেন। তাঁর টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা তল্লাশী করে নগদ প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি অর্থ উদ্ধার করেছিলেন বলে সূত্রের খবর। তারপরই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
উল্লেখ্য যে, সম্প্রতি মাতৃবিয়োগ ঘটেছে অর্পিতার। সেইসময় পাঁচ দিনের জন্য প্যারোলে জেল-মুক্তি পান। এরপরই সোমবার ইডির বিশেষ আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয়। জামিন দিলেও তাঁর ওপর জামিনের পরে কলকাতার বাইরে না যাওয়ার শর্ত আরোপ করেছে মহামান্য বিশেষ আদালত বলেই সূত্রের খবর।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special || Issue : 40 || 24 th November 2024
