Sasraya News

Saturday, February 15, 2025

Anupam Roy Wedding : সামনের মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম-প্রস্মিতা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সামনের মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন গায়ক অনুপম রায় (Anupam Roy Wedding)। ক’য়েক মাস আগেই অনুপমের স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়-এর সঙ্গে। সেই সময় থেকেই বিয়ে নিয়ে শিরোনামে গায়ক অনুপম।

অনুপম রায় ও প্রস্মিতা পাল। ছবি : সংগৃহীত

 

ফের তাঁর বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি আরেকবার শিরোনামে উঠে এলেন। এবং তা-ই নয়, তাঁর পুনর্বিবাহের সিদ্ধান্ত নিয়ে শুভেচ্ছা ও টিপ্পনী দুই-ই সোশ্যাল মিডিয়ায়। অনুপম জানান, “পাত্রী প্রস্মিতা। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।” অনুপমের যিনি স্ত্রী হতে চলেছেন, সঙ্গীতশিল্পী প্রস্মিতা পাল (Prashmita Paul) তাঁদের সম্পর্ক নিয়ে অকপট। প্রস্মিতার কথায়, “বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তারপর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিই।” জীবনের নতুন অধ্যায় নিয়ে ইতিবাচক সঙ্গীতশিল্পী প্রস্মিতা, “নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভালো থাকলে আমরা ভালোই থাকব।” মার্চের ২ তারিখেই চার হাত এক হবে বলে জানান দু’জনেই। তাঁরা আপাতত রেজিস্ট্রি করে বিয়ে করবেন। সেই বিয়েতে উপস্থিত থাকবেন, দুই পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ আত্মীয়রা এখন পর্যন্ত এমনি খবর।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Maha ShivaRatri 2024 : সামনে মাসেই শিবরাত্রি, কবে?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment