



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় (Anshumn Gaekwad Dies)। তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ক্যানসারের চিকিৎসার জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডনেও। তাঁর নিজ শহর বরোদা। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সমস্ত চেষ্টা বিফলে যায়। ৭১ বছর বয়সে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার।
উল্লেখ্য যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে ১৯৭৪ সালে তাঁর ইডেনে অভিষেক হয়। অংশুমান গায়কোয়াড়ের ক্রিকেট কেরিয়ার ছিল ২২ বছরের। খেলেন ৪০ টি টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেটে ২টি সেঞ্চুরি ও ১০ টি হাফ সেঞ্চুরি রয়েছে। স্মৃতির পাতায় তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটের ১২১৩৬ রান। খেলেছেন ২০৬ টি ম্যাচ। তাঁর দখলে ৩৪ টি সেঞ্চুরি।
অংশুমান গায়কোয়াড় একসময় ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব সামলান। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত ক্রীড়া মহল। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিসিসিআই সচিব জয় শাহ সহ আরও তাবড় ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন অংশের মানুষ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Paris Olympics 2024 Sarabjot Singh : প্যারিস অলিম্পিক্সেই স্বপ্ন ভেঙে ছিল সরবজ্যোৎ সিংহের
