



মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারের ওপর চড়াও রোগীর পরিবার
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : আবার চিকিৎসক আক্রান্ত হলেন মুর্শিদাবাদ জেলায়। এবার খোদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিগৃহীত হলেন একজন ইন্টার্ন চিকিৎসক। জানা যায়, রোগীর পরিবারের লোকজনের নিগ্রহে ওই চিকিৎসকের আঙুল ভেঙে গিয়েছে। আঘাত লেগেছে মুখেও। ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনার সূত্রপাত, ২০ অক্টোবর, ২০২২ বৃহস্পতিবার। জানা যায়, একজন রোগী পেটে ব্যথা নিয়ে হাসপাতালের মিডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পেটে ব্যথা বাড়লে, রোগী তাঁকে চিকিৎসার জন্য জানান। ওই চিকিৎসক জানান, তাঁকে নির্দিষ্ট বিভাগের ডাক্তার দেখবেন। এই কথা শোনার পরেই, রোগীর বাড়ির লোক ওই ইন্টার্ন চিকিৎসকের ওপর চড়াও হয়েছিলেন বলে জানা যায়। হাসপাতাল নিরাপত্তায় থাকা রক্ষীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন বলে খবর।
ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, মুর্শিদাবাদ জেলা সম্পাদক রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন, “বিগত তিন মাসে ৫ বার চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে। এমন ঘটনা একেবারেই কাম্য নয়। এই ঘটনায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির প্রস্তুতি নিচ্ছিলেন। ওদের ভেতর ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অনুরোধ করে কর্মবিরতি থেকে আটকানো হয়েছে।”
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে-এর এস ভি পি ও ডাঃ অমিয়কুমার বেরা বলেন, “এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। থানায় অভিযোগ জানানো হয়েছে।”
সম্প্রতি মুর্শিদাবাদ জেলা CMOH, ডাঃ সন্দীপ সান্যাল রোগীর পরিবারের লোকজন দ্বারা এম এল এ নিয়ামত সেখ ও জেলাপরিষদ সভাধিপতির উপস্থিতিতে নিগৃহীত হয়েছিলেন। ওই ঘটনার পরে চিকিৎসক মহলে নিন্দার ঝড় ওঠে। এবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল -এ জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনাতেও সরব হয়েছেন জেলার চিকিৎসকরা। পাশাপাশি জেলার বুদ্ধিজীবীরাও মুখ খুলেছেন। তাঁদের বক্তব্য, “এমন ঘটনা অনভিপ্রেত। সব চিকিৎসক সমস্ত রোগীর চিকিৎসা করতে পারবন না। নির্দিষ্ট বিভাগের চিকিৎসকই চিকিৎসা করেন বলে জানি। এক্ষেত্রে বাড়ির লোকজন, সিস্টারদের খবর দিতে পারতেন।”
