



ডেঙ্গী আক্রান্ত অজিত পাওয়ার
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ডেঙ্গী আক্রান্ত হয়েছেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর রবিবার এক্স হ্যাণ্ডেলে জানান, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। তিনি আরও জানান, অজিত বাবু বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মতন বাড়িতে বিশ্রামে আছেন। তিনি আরও স্পষ্ট করেন, অজিত পাওয়ার কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছেন না। আনুমানিক মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি স্পষ্ট করতে চাই, গত শনিবার থেকে তিনি ডেঙ্গীতে আক্রান্ত হয়েছেন। তাঁকে আগামী ক’য়েক দিনের জন্য চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
