Agriculture : ধইঞ্চা চাষের দিকে ঝুঁকেছেন কৃষ্ণদেবপুরের কৃষকরা 

SHARE:

ধইঞ্চা চাষের দিকে ঝুঁকেছেন কৃষ্ণদেবপুরের কৃষকরা 

সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : কালনা ১ ব্লকের কৃষ্ণদেবপুর গ্রামে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ধইঞ্চা চাষ। কৃষকরা জানাচ্ছেন যে, তাঁরা এই চাষ এখন বেশি পরিমাণে করছেন। তার কারণ হল, আর্থিক লাভের পাশাপাশি মাটির উর্বরতা শক্তি ও  জৈব গুণ বৃদ্ধিতেও এই চাষের গুরুত্ব রয়েছে। সবুজ সার হিসেবে অনেক ব্যবহার করছেন। আবার আর একটা দিক হল, এই গাছ শুকিয়ে গেলে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। বিশেষত ধান চাল ব্যবসায়ীরা এগুলিকে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এই সমস্ত দিকের ওপর বিচার করেই তারা এই চাষের উপর অত্যাধিক গুরুত্ব দিচ্ছেন বলে মত বড় অংশের কৃষকদের। 

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন