



Abhijit Gangopadhyay health update :
দিল্লির পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সঙ্ককটজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে
AIIMS-এ ভর্তি করা হচ্ছে প্রাক্তন বিচারপতিকে
সাশ্রয় নিউজ ★ কলকাতা: একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় অবশেষে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। উদ্দেশ্য, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), দিল্লিতে উন্নততর চিকিৎসা।
গত কয়েক দিন ধরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা সাংসদ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস (Gastrointestinal Sepsis) এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে (Acute Pancreatitis) আক্রান্ত। অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে, অক্সিজেন সাপোর্টে। বৃহস্পতিবার বিকেলে পরিস্থিতি এমন জটিল রূপ নেয় যে তাঁকে স্থানান্তর করার সিদ্ধান্ত নিতে হয়। সূত্রের খবর, বিকেল চারটে নাগাদ তাঁকে হাসপাতালে থেকে অ্যাম্বুল্যান্সে করে সরানো হয়। দমদম বিমানবন্দর পর্যন্ত তৈরি করা হয় গ্রিন করিডর। দলীয় সূত্রে খবর, বিকেল ৫টা ৩৫ মিনিটে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা হন অভিজিৎ। দিল্লিতে নেমেই সরাসরি তাঁকে AIIMS-এ ভর্তি করা হবে।
ঘনিষ্ঠ বিজেপি সূত্রের খবর, দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন বলেই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নজর রাখছে দল ও প্রধানমন্ত্রীর দপ্তর (PMO)। সাংসদকে হাসপাতালে ভর্তি করানোর পরেই পিএমও-র তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আশ্বাস দেওয়া হয়, প্রয়োজনে তারা সব রকম সাহায্য করবে। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই একাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত হয়েছিল একটি মেডিক্যাল বোর্ড। তারা জানিয়েছেন, বর্তমান শারীরিক পরিস্থিতি খুবই জটিল ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সেই কারণেই কলকাতা ছাড়িয়ে দিল্লির AIIMS-এর মতো পরিকাঠামো সম্পন্ন হাসপাতালের দিকেই ঝুঁকে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “আমাদের মনে হয়েছে অভিজিৎদার অবস্থা খুব ভাল নয়। কলকাতায় অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু দিল্লির এমসে নিয়ে গেলে সেখানে আরও উন্নত পরিকাঠামো ও চিকিৎসক পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।”
প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। উল্লেখ্য, তাঁর এমন শারীরিক পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই খবর রটেছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে। যদিও দুপুর পর্যন্ত এই খবর নিশ্চিত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা বিজেপির রাজ্য নেতৃত্ব। অবশেষে বিকেলে নিশ্চিত হয়, অবস্থার জটিলতা মাথায় রেখেই জরুরি ভিত্তিতে তাঁকে দিল্লি পাঠানো হচ্ছে। দিল্লির AIIMS-এ ভর্তি করানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সবরকম মেডিক্যাল ব্যবস্থাও রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রক্তচাপ, শ্বাসপ্রশ্বাস ও সংক্রমণ নিয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এমনকী, তাঁর অঙ্গপ্রত্যঙ্গ কতটা কার্যকর রয়েছে, সে বিষয়েও পরীক্ষানিরীক্ষা চলছে। তাঁর আশু সুস্থতা কামনায় ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বার্তা আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা থেকে শুরু করে কলকাতা হাই কোর্টের আইনজীবী মহলেও উদ্বেগের ছায়া। সবাই চাইছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরুন। এখন নজর দিল্লির AIIMS-এর চিকিৎসকদের দিকে। তাঁরা কী সিদ্ধান্ত নেন, তা জানতে মুখিয়ে গোটা রাজ্য। চিকিৎসা এবং রাজনৈতিক মহল একযোগে চাইছে, আইন ও রাজনীতির মিশ্রণে এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার স্বাভাবিক জীবনে ফিরুন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন :
