



টিমের সঙ্গে কী এমন হল যে তড়িঘড়ি ফ্লাইটে বাড়ি ফিরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার!
Michel Marsh, Team Australia, England vs Australia match, Icc Men’s ODI World Cup 2023 India, Australian Cricket, CWC 2023 India, World Cup cricket, Men’s ODI World Cup Cricket : সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ভাবাচ্ছে সকলকে! টিমের সঙ্গে কী এমন হল যে তড়িঘড়ি ফ্লাইটে বাড়ি ফিরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার! অস্ট্রেলিয়ার বিশ্বকাপের শুরুটা ভাল না হলেও ফর্মে ফিরছেন ক্রমশ। হেড ফিরে এসেই অনবদ্য সেঞ্চুরি হাঁকান ধরমশালায়। ম্যাচটিতে বড় সাফল্য পায় অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার বড় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। চোটের জন্য খেলবেন না, গ্রেন ম্যাক্সওয়েল। হঠাৎই বিশ্বকাপের মাঝ পথে মিচেল মার্শ-এর দেশে ফিরে যাওয়া ভাবাচ্ছে ক্রীড়া সমালোচকদের। কী এমন হল তাঁর যে বিশ্বকাপের মতো আসর থেকে অজি তারকাকে দেশে ফিরে যেতে হল! প্রশ্ন ও বিস্ময় একই সঙ্গে সকলের মনে। তবে কী কারণে মার্শ এভাবে ফিরে গেলেন দেশে, তা স্পষ্ট করেন তিনি নিজে ও অজি টিম। শনিবার অজিদের মরণ-বাঁচন ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। সেমিফাইনালে কোয়ালিফাই করতে তাঁদের জিততেই হবে ওই ম্যাচ।
-ফাইল চিত্র
