Sasraya News

Saturday, March 22, 2025

USA : যুক্তরাষ্ট্রে দুগ্ধ খামারে বিস্ফোরণ

Listen

যুক্তরাষ্ট্রে দুগ্ধ খামারে বিস্ফোরণ

সাশ্রয় নিউজ ★ টেক্সাস : যুক্তরাষ্ট্রে দুগ্ধ খামারে বিস্ফোরণ। মৃত্যু হয় অন্তত ১৮০০০ হাজার গরুর। টেক্সাসের ডিমিউ শহরে সাউথ ফর্ক ডেইরি নামে অকস্মাৎ বিস্ফোরণ হয় বলে সংবাদসূত্রে খবর। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছেন, ফার্মের যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাসের উৎপত্তি হয়ে থাকতে পারে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করেন পুলিশ। তাঁর জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে সংবাদ সূত্র মারফৎ জানা যায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment