Sasraya News

High Court : হাইকোর্টের নির্দেশে প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি

Listen

হাইকোর্টের নির্দেশে 
প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি 

সাশ্রয় নিউজ : এবার চাকরি পেলেন প্রিয়াঙ্কা সাউ। হাই কোর্টের নির্দেশ, মধ্যশিক্ষা পর্ষদকে। বাড়ির কাছে তিনটি স্কুলের মধ্যে একটি স্কুল বেছে নেওয়ার নির্দেশ। বাবা মা অসুস্থ থাকায় বাড়ির কাছাকাছি স্কুলে নিয়োগের নির্দেশ। 28 অক্টোবর এর মধ্যে জয়েন করার নির্দেশ।

ববিতা সরকারর এর আগেই চাকরি পেয়েছেন আদালতের দারস্ত হয়ে।
সেই সময় অঙ্কিতা অধিকারীর চাকরিটা পান ববিতা সরকার। প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন ববিতা।
প্রিয়াঙ্কা সংবাদ মাধ্যমকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “আন্দোলনের যেভাবে চলছে চলুক।” পাশাপাশি আদালতের ওপর বিশ্বাস রেখে আন্দোলনকারীদের আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেন। উল্লেখ্য, প্রায় ৫৫০ দিন ধরে চাকরিপ্রার্থীরা রাস্তায়।
চাকরিপ্রার্থীদের দাবি “যতদিন এর সুরাহা না হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে । “

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read