Sasraya News

Wednesday, March 12, 2025

World Theatre Day : আজ বিশ্ব নাট্য দিবস

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বুধবার বিশ্ব নাট্য দিবস (World Theatre Day)। এই দিনটিতে নাট্য সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষেরা বিশেষ উদ্দীপনার সঙ্গে পালন করছেন। প্রতি বছরের মতো এই দিনটিতে দেশের বিভিন্ন প্রান্তে নাট্য দলগুলি তাঁদের প্রয়োজনা মঞ্চস্থ করে দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে সম্মান জানান। এবং কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় নাটকের সঙ্গে যুক্ত মানুষজন আলোজনা সভা ও নাটক পরিবেশন করেন। ‘সম্পর্ক’ নামে একটি নাট্যদল সমাজমাধ্যমের পাতায় লেখে, ‘এই ৫ বছরের জার্নিতে থিয়েটার আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে। গল্প বলার সাহস বেড়েছে আপনাদের ভালোবাসাতেই।” তাঁরা আরও লেখেন “আমাদের চারপাশে থাকা সমস্ত নাট্যকর্মীদের জানাই বিশ্ব থিয়েটার দিবসের শুভেচ্ছা। আর যাদের কথা না বললেই নয় তারা আমাদের দর্শক, আপনারা পাশে থাকেন বলেই আমরা হাজার বাধা পেরিয়েও থিয়েটার করে যাওয়ার সাহস পাই।” ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Recruitment Scam Tapas Mondal : নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের জামিন মঞ্জুর করল আদালত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment