Sasraya News

Thursday, February 13, 2025

World Championship of Legends: লেজেন্ডদের বিশ্বচাম্পিয়নশিপ জয় ভারতের

Listen

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : এক মাসও হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে নিয়ে আসেন রোহিত শর্মারা। সেই উত্তাপ এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্দরে। এবার পাকিস্তানকে হারিয়ে লেজেন্ডদের বিশ্বচাম্পিয়নশিপ (World Championship of Legends) জয় করল যুবরাজ সিংহরা। প্রসঙ্গত, ৬ দেশের লেজেন্ড প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই লিগে অংশ নেয় ভারত। ভারতীয় দলের নেতৃত্ব দেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ। এছাড়াও ওই দলে ছিলেন : হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, অম্বতী রায়ুডু প্রমুখ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন খেলোয়াড়রা। লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি নিয়ে আসলো যুবরাজ সিংহ -এর নেতৃত্বে ভারত। ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ওই দিন পাকিস্তান ১৫৬ রান করে। সর্বোচ্চ ৪১ রান করেন শোয়েব মালিক। তিনি খেলেন ৩৬ বল। পরে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই ১৯.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ভারতীয় লেজেন্ড ক্রিকেটাররা। ফাইনালে অম্বতী রায়ুডু ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেন। এছাড়াও গুরকিত সিং মান ৩৩ বল খেলে ৩৪ রান করেন। ইউসুফ পাঠান ৩০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। ইউসুফ খেলেন মাত্র ১৬ বল।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : UEFA Euro Final 2024 : স্পেনের কাছে ফাইনাল হেরে মনখারাপ হ্যারি কেনের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment