Sasraya News

Wednesday, March 12, 2025

Women’s Day : প্রিয় সভ্যতা | রুদ্রশংকর

Listen

রুদ্রশংকর-এর কবিতা 

প্রিয় সভ্যতা  

 

 

তুমি আমার উপত্যকার সৌন্দর্য নিয়ে লিখতে পার
মেঘলা দিনে মেখে ফেলতে পার প্রেম
পরক্ষনেই চোখ দিয়ে কেটে ফেলতে পার আমাকে
ছুঁড়ে ফেলতে পার অনভ্যস্ত খিদের সামনে
আসলে এমন এক অতীত থেকে উঠে এসেছি
যেখানে তোমার চাওয়াগুলো কখনো শেষ হয় না

যে মুখে দৈনিক আলো পড়ার কথা ছিল
সেই মুখে সংশোধন না-হওয়া ধর্মের রঙ মেখে
তুমি বলতে পার মেয়েদের হাত নেই, পা নেই
যেন এক মূল্যহীন মানুষ
যেন এক নিরীহ শস্যক্ষেত্র…

ইচ্ছে করলে
তুমি আমাকে মধ্যযুগের ময়লায় ফেলে আসতে পার
উপহার দিতে পার সামাজিক আতঙ্ক
তবু আমার মনের মধ্যে
ধুলো ওড়ে, হাজার মুক্তির ধুলো…
অল্প অল্প করে সভ্য শতাব্দীর কাছে ফিরি
প্রিয় সভ্যতা দ্যাখো,
একটু একটু করে
মানুষের সমান অধিকার হেঁটে বেড়াচ্ছে রাস্তায়।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 2 March 2025, Issue 54| সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ২ মার্চ ২০২৫ | সংখ্যা ৫৪

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment