



জলপাইগুড়ির ঝড় আসলে মিনি টর্নেডো : আলিপুর আবহাওয়া দফতর সূত্র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রবিবার জলপাইগুড়িতে যে ঝড় হয়ে যায়, সে ঝড় আসলে মিনি টর্নেডো (Mini Tournedo) এমনি জানায় আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিকেল তিনটে পনেরো নাগাদ জলপাইগুড়ির ময়নাগুড়ির আকাশে দৈত্যের মতো ধেয়ে আসে কালো ঝড়। এলাকায় সেই ঝড় আছড়ে পড়তেই তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়ে গাছপালা, বহু বাড়িঘর। ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়। ময়নাগুড়ি ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অনেকেই। আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগকে প্রাথমিকভাবে মনে করে টর্নেডো। সোমবার আলিপুর আবহাওয়া দফতর নিশ্চিত করে যে, ওটা আসলে মিনি টর্নেডো। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত-এর কথায়, “ময়নাগুড়ির ওই ঝড় মিনি টর্নেডোই।” এছাড়াও হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গের ওপরের দিকে ক’য়েকটি জেলায় আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভবনা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী পাঁচদিন শুষ্ক থাকতে পারে। বুধবার থেকে শুক্রবার তাপপ্রবাহের সতর্কবার্তা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায়। -সংগৃহীত ছবি
আরও খবর : Fire : আগুনে পুড়ল গবাদিপশু ও ঘরদোর
