Sasraya News

Friday, March 14, 2025

Weather Update : মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা হাওয়া অফিসের

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আগামী সাতদিন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভবনার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস সূত্রে। আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়্গ্রাম ও নদীয়া জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানায় হাওয়া অফিস। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো ও দমকা হাওয়া। হাওয়া অফিস সূত্রে উল্লেখ যে, মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে বারণ করা হয়। কারণ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্র জানাচ্ছে, ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আজও কলকাতায় বৃষ্টির সম্ভবনা। শুক্রবার থেকে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ। তবে, বৃহস্পতিবার বৃষ্টি কম থাকবে। অন্যদিকে যে সব মৎস্যজীবী সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২৩ মে -এর আগে ফিরে আসার জন্য বিশেষ বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এও জানানো হয় যে, ২৩ ও ২৪ তারিখ সমুদ্রের উত্তর অংশ উত্তাল হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে নতুন করে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আবহাওয়া দফতরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে। ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Kalna : দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment