



Weather Update : বঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দক্ষিণবঙ্গ সহ রাজ্য জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে বঙ্গে ক’য়েকদিন প্রাকৃতিক দূর্যোগের সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ হাওয়া অফিসের। তাঁদের জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে উল্লেখ।
উল্লেখ্য, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। সেই নিম্নচাপ রেখা যাওয়ার কথা পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড অভিমুখে। ফলে, দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস সূত্রের। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
আরও খবর : RG Kar Doctor Death : ‘এটা একটা নারকীয় ঘটনা’ : সৌরভ গঙ্গোপাধ্যায়
