



সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাঙালি সারা বছর অপেক্ষা থাকেন দোলের জন্য। রঙের এই উৎসবে এবার বৃষ্টি বাধ সাধবে? মৌসম ভবন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দোলের দিন, সোমবার রাজ্যের আট জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হতে পারে ক’য়েক জায়গায় ভারি বৃষ্টিও। পাহাড়ে তুষারপাতের পূর্বাভাসও দিছে। এখানেই শেষ নয়, হাওয়া অফিস (Weather Office) জানাচ্ছে, এমন আবহাওয়া পরিস্থিতি রাজ্যে ক’য়েকদিন স্থায়ী হতে পারে। রবিবার হলুদ সতর্কতা জারি পাঁচ জেলায়। যথাক্রমে – কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় হালকা ও মাঝারি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা হাওয়া অফিসের। দোলের দিন রাজ্যের আটটি জেলায় হলুদ সতর্কতা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হলুদ সতর্কতা রয়েছে। ভারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ির কোনও কোনও অংশে। ঘূর্ণাবর্তের জন্যেই ফের আবহাওয়ার বদল বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
ছবি : প্রতীকী
আরও খবর : Shantiniketan Basanta Utsav : শান্তিনিকেতনে এবারও অনিশ্চিত বসন্ত উৎসব
