Sasraya News

Thursday, February 13, 2025

Weather : বসন্তে বর্ষার ঘ্রাণ, ভিজল রাজ্য

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বুধবার রাত থেকেই বিক্ষিপ্তভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ জেলার জেলায় বৃষ্টির খবর পাওয়া যায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা ও মাঝারি বৃষ্টির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্র আগেই জানিয়ে দিয়েছিল, রাজ্যে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্র জানায়, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় তুলনায় এদিন বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী শুক্রবার পর্যন্ত এমনি আবহাওয়া থাকার কথা। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ ও দমকা হাওয়া দেখা যেতে পারে বলে উল্লেখ। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি অনেকটাই কমবে। উপকূলবর্তী অঞ্চলে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝা জন্যই বসন্তে বৃষ্টির ঘ্রাণ বলে হাওয়া অফিস সূত্র জানাচ্ছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রার পারদ নামায় ফের বেশ ঠাণ্ডা অনুভূতি ফিরেছে। তবে উত্তরের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচ বিহারে শনিবার ভারী বৃষ্টির আগাম সতর্ক বার্তা হাওয়া অফিস সূত্রে।

আরও পড়ুন : Abhishek Banerjee : বসিরহাটের সভা থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment