Sasraya News

Wednesday, March 12, 2025

Wahida Khatun | কবি ওয়াহিদা খাতুন -এর কবিতাগুচ্ছ

Listen

য়াহিদা খাতুন (Wahida Khatun) একটি উচ্চমাধ্যমিক স্কুলে সাহিত্যের শিক্ষিকা। এছাড়াও তিনি একজন কবি ও গীতিকার। ২০২১ সালে অডিশনে পাস করে Zodiak Muzik কোম্পানীর স্টাফ গীতিকার গ্রুপের একজন হয়েছেন। প্রায় আড়াইশজন অংশগ্রহণকারীর মধ্যে সাফল্য পাওয়া মাত্র পনেরো জনের মধ্যে ওয়াহিদাও একজন। তাঁর প্রকাশিতব্য শত কুড়িটি বাংলা সনেটের সংকলন গ্রন্থ “ভয়”। এছাড়াও পূর্ণ দৈর্ঘের সিনেমায় দু’টি গান লিখেছেন। সিনেমা রিলিজড হয় ২০২৩, এপ্রিলে। সিনেমা ও ইউটুবে রিলিজ হওয়া অনেক গান ইউটুবে পাবেন। অয়ন্তিকা চক্রবর্তী, বিদুষী হৈমন্তি শুক্লা, কুমার চঞ্চল, সুপ্রীতি বিশ্বাস হালদার, মৌ আচার্য, শৈবাল চৌধুরি প্রমুখ অনেকেই ওয়াহিদার গান গেয়েছেন ও গাইছেন। প্রথম প্রকাশিত বাংলা গান “কেনো কাঁদো মা গো আমার”, সুর আর-কে-পাল, Mother voice : অয়ন্তিকা চক্রবর্তী, ও প্রথম প্রকাশিত ইংরেজি গান “We are all brothers in the world “, Music ; Kumar Chanchal, Mother Voice : Mou Acharjee. দিয়েই সঙ্গীতের মাঠে নেমেছিলেন। তারপর পরপর পথ চলেছে। সাহিত্যের বহু বিষয়ে কাজ করতে চান। ২০২৩, নভেম্বরে, কবিতা ও সঙ্গীত রচনার জন্য আসাম থেকে পান আন্তর্জাতিক স্বর্ণ পদক, মাদার টেরেজা গোল্ড অ্যাওয়ার্ড ও ড. ভূপেন হাজারিকা স্মৃতি সম্মাননা স্মারক। বিভিন্ন পত্রপত্রিকা, সংকলন ও ওয়েবসাইটে নিয়মিত লেখেন। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতাগুচ্ছ।

 

 

ওয়াহিদা খাতুন-এর কবিতাগুচ্ছ

সময়-স্রোত

কলকল করে বয়ে চলেছে—
বয়সের পাতায়-পাতায় সময়-স্রোত,
পাড় ভাঙা নদী হয়ে বয়ে চলেছি শাখা-প্রশাখা;
খরস্রোতে ডুবতে উঠতে হাঁটা;
চোরাবালির সাথে পায়ে পা রেখে লড়ে যাওয়া—
চড়াইউৎরাই খাঁড়ি-পথে লড়ে-লড়ে হেঁটে যাওয়া—
পলক পড়লেই একটি দিগন্তরেখা;
চোখে একটা সাগর বয়ে যায়—
শুধু এপারে-ওপারে দাঁড়িয়ে থাকে সময়-স্রোত।।

 

 

 

চাই

আমার একটা বন্ধু চাই—
যার কাছে স্বস্তি আছে;
আমার একটা ঘর চাই,
যে ঘরে শান্তি হাসে—
হোক তা চড়ুই এর বাসা—
চাই না কোনো দম্ভের অট্টালিকা ;
আমার একটা হাত চাই—
যে হাতের মুষ্টিতে ভরা আশার ভরসা;
আমার একটি তলোয়ার চাই—
যার আঘাতে এ পৃথিবী হবে শান্তির ধাম;
আমার একটি কথা চাই—
যে কথায় সকল আঘাত মুছে যায়;
আমার একটা যুদ্ধ চাই—
যে যুদ্ধ সকল বিভেদকে ধুলিসাৎ করে,
গড়বে মিলন-তীর্থের আকাশচুম্বী পিরামিড।।

 

 

 

 

একাকীত্ব

চড়ুইচোখে চেয়েছিলাম সময়ের জানালায়—
পূর্ণাঙ্গ জীবন পেতে ফুল হয়ে আঙিনায়;
কখনো পথের বুকে পরিব্রাজক হয়ে,
চোখ হয়ে হেঁটে চলি দূর বহুদূরে—
চলেই যাই চলেই যাই চলার শেষ নেই;
একা একা মিশে যাই একাকীত্বেই।

 

 

গান : শাল মহুয়ার জঙ্গলে

শাল মহুয়ার জঙ্গলে,
সঙ সেজেছে শিমুলফুলে;
চল না সখি হামার সাথে,
মন মজেছে হাঁড়িয়াতে;
নাচবিক চল কোমরদুলে।
সঙ সেজেছে শিমূলফুলে।
শাল মহুয়ার জঙ্গলে।।

টুসু, ভাদুর ঝুমুর গানে,
বাজছে মাদল সকল প্রাণে।
পলাশফুলের আসনতলে,
চ্যাংড়া চ্যাংড়ি দলেদলে,
শাল মহুয়ার জঙ্গলে।
সঙ সেজেছে শিমূলফুলে।।

 

 

 

 

 স্বাধীনতা

পথ হয়ে চেয়েছিলাম তোমার সুমতির অপেক্ষায়—
আমি চেয়েছি শান্তি—
তুমি চেয়েছ যুদ্ধ;
আমি করেছি সৃষ্টি—
তুমি করেছ ধ্বংস;
আমি চেয়েছি প্রেম—
তুমি দিয়েছ যন্ত্রণা;
আজ মহাসংঘর্ষের ময়দানে যখন আমি বিপ্লবী-যোদ্ধা—-
তুমি তোমার মিথ্যা-ইমারতে বসে তখন বাজাচ্ছ অট্টহাসির দুমদুমি?
যতোই তোমার বত্রিশটা তীর ছোঁড়ো না কেন?
আমার একটা লোমও কাঁপবে না—
কারণ আমি পালাতে আসিনি—-
আমি পালাতে জানি না—-
আমি পালাতে চাইও না—-
মনে রেখো,এক একটা বিপ্লবের পিছনে থাকে—
এক একটা স্বাধীনতা ;
আমি আজকের বিপ্লবী—
কালকের স্বাধীনতা।।

 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 16th February 2025 | Issue 52 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | সংখ্যা ৫২

🍂ছবি : প্রীতি দেব ও আন্তর্জালিক

 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment