



সাশ্রয় নিউজ ★ বোলপুর : শান্তিনিকেতনে বসন্ত উৎসব (Viswa Bharati- Basanta Utsav 2024) নিয়ে সকলের বিশেষ আগ্রহ থাকে। এবারও ব্যতিক্রম ছিল না। চলতি মাসের গত ২৫ তারিখ পর্যন্ত সকলেই আশা করেছিলেন, হয়ত বিশ্ব ভারতী কর্তৃপক্ষ এবছর বসন্ত উৎসব ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু এবারও একই অবস্থাই দেখা গেল। দোলে শান্তিনিকেতন অনেকটাই ম্রিয়মাণ থাকল। যদিও শান্তিনিকেতনের পাড়ায় পাড়ায় বসন্ত উৎসব পালিত হয়েছে। এমনকী সোনাঝুরি অঞ্চলেও অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। বিশ্বভারতীর প্রাক্তনীদের কথায়, ‘দোলে বিশ্বভারতীর বসন্ত উৎসব ছাড়া অন্যকিছু ভাবাই যায় না। কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না!’ ক্ষোভ প্রাক্তনীদের। অন্যদিকে ২৬ মার্চ বসন্ত উৎসব সংক্রান্ত বৈঠকে বসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্বভারতীর সংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমাদের মিটিং হয়েছে, বসন্ত উৎসব হবে। তারিখ এখনও কনফার্ম হয়নি। কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তবে আশাকরি ১৩ এপ্রিলের মধ্যেই হবে। মহুয়া বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে ‘রবীন্দ্রনাথও বলেছিলেন, হোলির দিনই যে বসন্ত উৎসব করতে হবে, এরকম কোনও বাধ্যবাধকতা নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রমিকদের অনেকেরই মত, ‘কর্তৃপক্ষ বাঙালির অন্যতম ঐতিহ্য নিয়ে যা শুরু করেছেন, তা কবিগুরুকে ও সমগ্র বাঙালির ভাবাবেগকে অপমান করছেন। তাঁরা যখন বসন্ত উৎসব আয়োজন করবেন বলছেন, তবে কী হত দোলের দিন বসন্ত উৎসব আয়োজন করলে? এটি ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই না। এতে শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট হচ্ছে।’ ছবি : প্রতীকী
আরও পড়ুন : Crime : শিশুর বস্তাবন্দী দেহ উদ্ধার
