



বিরাট ও অনুষ্কার ষষ্ঠ বিবাহ বার্ষিকী
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : ক্রিকেট ও বলিউডের সম্পর্ক বহুদিনের। সেখানে অন্যতম চর্চিত জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat Kohli & Anuska Sharma) সম্প্রতি তাঁরা বিবাহ (6th Marriage Anniversary) জীবনের ষষ্ঠ বছরে পদার্পণ করলেন।
সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপে (Icc Men’s ODI Cricket World cup 2023, India) বিরাট কোহলি (Virat Kohli) যে ফর্মে ছিলেন, তাতে আন্তর্জাতিক ক্রিকেট পর্যন্ত কেঁপে গিয়েছে। বিরাট ভেঙেছেন শচীনের (Sachin Tendulkar) একদিনের ক্রিকেটের ৪৯ টি সেঞ্চুরি। শচীনকে টপকে বিরাট এখন আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তাঁর দখলে ৫০ টি সেঞ্চুরি।
👉আরও পড়ুন : Shah Rukh Khan : বৈষ্ণোদেবী মন্দিরে শাহরুখ, বড় দিনে আসছে ‘ডাঙ্কি’
সদ্য সমাপ্ত দেশের মাটিতে বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনাল পর্যন্ত দাপিয়ে ক্রিকেট খেলেছে। কিন্তু অজিদের কাছে ফাইনালে হার, ভারতীয় ক্রিকেটারদের মনে বিশেষ দাগ ফেলে গিয়েছে।
বিশ্বকাপের শুরুতে অনুষ্কা মাঠে না গেলেও সেমিফাইনাল ও ফাইনালে তিনি গ্যালারিতে ছিলেন। শুধু তা-ই না, গ্যালারি থেকে জীবন সঙ্গীকে উৎসাহিত করে গিয়েছেন অনবরত। বিরাট বা অনুষ্কা শর্মা কেউ-ই অফিসিয়ালি ঘোষণা না করলেও, সূত্রের খবর, দ্বিতীয় সন্তানের জন্ম দতে চলেছেন অনুষ্কা। সেই জন্যই বিশ্বকাপের শুরুর দিকে তাঁর শারিরীক সমস্যার জন্য মাঠে দেখা যায়নি। বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত পরাজিত হলে উৎকণ্ঠিত অনুষ্কাকে বিরাটের দুঃসময়ে যোগ্য সহধর্মিণীর দায়িত্ব পালন করতে দেখছে ক্রিকেট বিশ্ব।
২০১৭ সালে বিয়ে করেন বিরাট ও অনুষ্কা। তাঁদের বিয়ের আসর বসে ইটালিতে (Italy) টাস্কানি শহরে। বিয়ের আগে প্রেমের সম্পর্কে ছিলেন দু-জন দু-জনেই। দেশের সমর্থকদের ভিড় এড়িয়েই গুটিকয়েক বন্ধুবান্ধব ও আত্মীয়দের নিয়েই দুই পরিবার চার হাত এক করে দিয়েছিলেন। তবে দেশে ফিরে জাঁকজমকপূর্ণ রিসেপশন করেছিলেন।
👉আরও পড়ুন : West Bengal Winter : চলবে শীতের ব্যাটিং, বৃষ্টির সম্ভবনা পাঁচ জেলায়
তাঁদের দু-জনের প্রথম আলাপ হয়, একটি বিজ্ঞাপনের সেটে। তারপরেই তাঁদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। এর পরেও আরও অনেক বিজ্ঞাপনেই তাঁদের দেখা গিয়েছে। তবে বিরাট ও অনুষ্কার (Virat & Anuska) বিয়ের পরে কখনও বিরাট ফর্ম হারালে নেটাগরিকদের তিক্ত বাক্যবাণও ধেয়ে গিয়েছে তাঁদের দিকে। সেদিকে তোয়াক্কা না করেই এগিয়ে গিয়েছেন নিজদের লক্ষ্যে। এই জন্যই হয়ত বর্তমান সময়ে সকলে মনে হারাচ্ছে এই সেলিব্রেটি জুটিকে।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথম সন্তানের মা হন অনুষ্কা। পিতৃত্বের অহঙ্কার পেয়ে বসেনি বিরাটকে। কিন্তু কন্যা ভামিকা-এর (Vamika) প্রতি বিরাট ও অনুষ্কার ভালবাসাও অনেকের কাছেই সৌন্দর্যের প্রতীক।
বিরাট ও অনুষ্কার কাজের জগৎ আলাদা। কিন্তু মনের দিক থেকে এক হলে বোধহয় সময় যে-কোনও পরিবেশেই বের করে নেওয়া যায়! তেমনি দেখা গিয়েছে তাঁদের ক্ষেত্রেও। বিরাট ও অনুষ্কা দু-জনেই ঈশ্বরে বিশ্বাসী। ব্যস্ত রুটিনের ফাঁক গলিয়ে ছুটে গিয়েছেন আত্মার টানে কখনও মহাকালেশ্বর (Maha Kaleswar), কখনও হৃষিকেশ (Hrishikesh), এই দম্পতির ভেতরে একাত্মতা টের পেয়েছেন তাঁদের ভক্তরাও। তাঁরা যে একে অপরের শক্তি হয়ে উঠেছেন তা আর বলার অপেক্ষা রাখেনা। ষষ্ঠ বিবাহ বার্ষিকীতেও (6th Marriage Anniversary) তাঁদের ফলোয়াররা উজাড় করে শুভেচ্ছা জানিয়েছেন, ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। সেই সঙ্গে নতুন অতিথির জন্য শুভকামনা জানাতে ভোলেননি।
ছবি : সংগৃহীত
👉আরও পড়ুন : Abhishek Bachchan : সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা, আবেগপ্রবণ অভিষেক
