Sasraya News

Thursday, March 13, 2025

Virat Anuska : বিরাট অনুষ্কার ঘরে আসতে চলেছে নতুন অতিথি

Listen

বিরাট অনুষ্কার ঘরে আসতে চলেছে নতুন অতিথি

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এক সন্তানের জনক জননী। সম্প্রতি সূত্র মারফৎ জানা যায়, বিরাট ও অনুষ্কার ঘর আলো করে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান।

বিয়াট কোহলি, অনুষ্কা শর্মা ও তাঁদের সন্তান ভামিকা। ছবি :সংগৃহীত 

 

এ-ও সূত্রের খবর, তিন মাসের অন্তঃসত্ত্বা বিরাট গৃহিনী। এই সময় নিজেকে মিডিয়ার থেকে আড়াল করে নিয়েছেন। অবশ্য তাঁদের প্রথম সন্তান ভামিকার সময়ও অনেক দেরী করে সকলের সামনে সামনে নিয়ে আসেন। তবে এবার খুব শিগগিরই নতুন অতিথি আসার খবর আনুষ্ঠানিকভাবে জানাবেন অনুষ্কা-বিরাট। 

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment