Sasraya News

Friday, March 14, 2025

Uzbekistan : উজবেকিস্তানে তুষার ঝড়, প্রাণ গেল বাংলার পরিযায়ী শ্রমিকের

Listen

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ উজবেকিস্তানে (Uzbekistan)। গত বুধবার জানা যায় সেখানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে প্রাণ হারান পশ্চিমবঙ্গের একজনের। মৃতের নাম সাইফুদ্দিন মাইতি (২৯) হলদিয়ার রাজগ্রামে বাড়ি।উজবেকিস্তানের তুষার ঝড়ে প্রাণ হারান আরও একজন মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতের নাম রাজীব করণ (৩২)। তিনি কাঁথির রামনগরের বাসিন্দা। সেখানে রাজীব ইঞ্জিনিয়ারিংয়ের কাজের জন্য গিয়েছিলেন বলে উল্লেখ। তাঁরা যেখানে কাজ করছিলেন, সেখানের ওয়ার্কশপ ভেঙে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটে বলে উল্লেখ। -সংগৃহীত ছবি 

আরও খবর : Satyapal Malik : প্রাক্তন রাজ্যপালের বাড়িতে সিবিআই হানা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment