Sasraya News

Friday, March 14, 2025

UPSC : UPSC -এর নতুন চেয়ারপার্সন প্রাক্তন আমলা প্রীতি সূদন

Listen

UPSC -এর নবনিযুক্ত চেয়ারপার্সন… 

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ইউপিএসসি  (UPSC) বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর নতুন চেয়ারপার্সন হলেন প্রাক্তন আমলা প্রীতি সূদন ( Preeri Sudan)। আগামী বৃহস্পতিবার ১ আগস্ট থেকে তিনি নতুন পদে যোগ দেবেন বলে খবর। মনোজ সোনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) -এর চেয়ারপার্সন পদ থেকে সম্প্রতি ইস্তফা দেন। তারপরে ওই পদটি ফাঁকা ছিল। প্রীতি সূদন তাঁর স্থলাভিষিক্ত হবেন। 

বিশেষভাবে উল্লেখ্য, প্রীতি সূদন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব হিসেবে কাজ করেন ২০২০ সাল পর্যন্ত। তিনি ১৯৮৩ সালের বাচের অন্ধ্রপ্রদেশ ক্যাড়ারের IAS অফিসার। স্বাস্থ্য সচিব পদে কাজ সকলের নজরে আসে। শুধু তাই নয়, তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে, কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরেও। এমনকী তিনি কর্মরত ছিলেন, নারী ও শিশু উন্নয়ন, খাদ্য ও গণ সরবরাহ প্রভৃতি দফতরে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পেও কর্মরত ছিলেন এই প্রাক্তন আমলা।

সূত্রের খবর, বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রীতি সূদনের নিয়োগ নিশ্চিত করেছেন বলে উল্লেখ। ২৯ এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত তিনি UPSC চেয়ারপার্সন পদে বহাল থাকবেন।

প্রসঙ্গত, সম্প্রতি একজন শিক্ষানবিশ আমলার দুর্নীতিকে আশ্রয় করে IAS হওয়ার অভিযোগ ওঠে। তারপরই মনোজ সোনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি ইস্তফা পত্র পাঠান। বিশেষ সূত্রের খবর যে, বুধবারই মনোজ সোনির ইস্তফা পত্র রাষ্ট্রপতি গ্রহণ করেন। এবং ইউপিএসসি এর অতিরিক্ত সচিব মনোজ কুমার দ্বিবেদী ওই পদে প্রীতি সূদানের নাম প্রস্তাব করে ইউপিএসসি -এর সচিব শশীরঞ্জন কুমারকে পত্র দেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Nitin Gadkari-Nirmala Sitharaman : অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি নিতিন গড়করির

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment