Sasraya News

Wednesday, March 12, 2025

UK Election Results 2024 : ব্রিটেনে লাল ঝড়, হার স্বীকার ঋষি সুনকের 

Listen

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : ১৪ বছর পরে ব্রিটেনে ক্ষমতায় ফিরতে চলেছে লেবার পার্টি (UK Election Results 2024)। ফলে ক্ষমতা হারাতে চলেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। ২০২২ সালে ঋষি সুনক ক্ষমতায় আসলে তখন তাঁর কাজে সন্তুষ্টি ছিল বলেই আন্তর্জাতিক রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করে। তবে বিগত ২০ মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনকের কাজে সন্তুষ্ট নন বলেই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ফলে নির্বাচনে ব্রিটেনবাসীরা কনজারভেটিভদের হাতে এবার ক্ষমতা দিলেন না। বরং তাঁদের ভোটের রায় যায় লেবার পার্টির দিকেই। প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবারপার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কিয়ের স্টার্মার দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন বলেই সূত্রের খবর। নির্বাচনে হার স্বীকার করে ঋষি সুনক বলেন, ‘আমি দুঃখিত, এই নির্বাচনে জিতে গিয়েছে লেবাররাই।’ অন্যদিকে স্টার্মার বলেন, “আমরা পেরেছি, আপনাদের ভোট লড়াই ও কঠোর পরিশ্রমের জন্যই আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি, আমি সত্যিই অভিভূত’।

-সংগৃহীত চিত্র 

আরও পড়ুন : Anant Ambani Radhika Merchant Wedding : অনন্ত ও রাধিকার বিয়ের সঙ্গীতানুষ্ঠানে গাইবেন জাস্টিন বিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment