Sasraya News

TOTO : টোটো চালকদের মিছিলে স্তব্ধ যানচলাচল

Listen

টোটো চালকদের মিছিলে স্তব্ধ যানচলাচল

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ক’য়েক হাজার টোটো ও মোটর ভ্যান চালক তাঁদের দাবি-দাওয়া নিয়ে মিছিল করল শহরে। হাওড়া ব্রীজ হয়ে তাঁরা পৌঁছন পরিবহন ভবনে। মঙ্গলবার সপ্তাহের ব্যস্ত দিনে স্তব্ধ হয়ে যায় হাওড়া ব্রীজ, স্ট্যাণ্ড রোড, ব্রাবোর্ন রোডে যানচলাচল। উল্লেখ্য যে, রাজ্য সরকার জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ দেখান টোটো চালকরা। এবার সেই বিক্ষোভ আছড়ে পড়ল কলকাতায়। জাতীয় সড়কে টোটো চালানোর অনুমতি, লাইসেন্স-এর দাবিতে পরিবহন ভবন অভিযান করেন ক’য়েক হাজার টোটো ও মোটর ভ্যান চালক। তাঁদের কথায়, ‘‘বাংলার ২০ লক্ষ টোটো আছে। মোটর ভ্যানের সংখ্যা প্রায় ১৫ লক্ষ। এঁরা প্রত্যেকেই প্রতি দিন আক্রান্ত হচ্ছেন পুলিশের জুলুমবাজির জন্য। ওরা যখন তখন ‘কেস’ দিচ্ছে। এক একদিন যা রোজগার করছি, তার থেকে বেশি টাকা পুলিশকেই দিতে চলে যাচ্ছে। আজ তাই তার প্রতিবাদেই পথে নেমেছি।’’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read