Sasraya News

Thursday, February 13, 2025

Tmc Lok Sabha Candidates : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম নেই মিমি চক্রবর্তীর

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মিমি চক্রবর্তী ক’য়েক দিন আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন দল নেত্রীর কাছে ইস্তফা পত্র দিয়েছেন। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। পরে সমাজ মাধ্যমের পাতায় তাঁর এলাকার উন্নয়নের খতিয়ানও তুলে ধরে ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। রবিবার ব্রিগেড চত্বরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন প্রার্থী তালিকা (Tmc Lok Sabha Candidates) প্রকাশ করলেন। দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তালিকায় নতুন নাম। ওই কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। এই কেন্দ্র থেকে ২০১৯-এর লোকসভা ভোটে মিমি চক্রবর্তী জয়ী হয়েছিলেন। যাদবপুরের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র দিয়েছিলেন। এবং তিন বলেছিলেন দলনেত্রী ইস্তফা গ্রহণ করলে স্পিকারের কাছে ইস্তফা পত্র দেবেন। সেদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আরও বলেন, “গালাগালি শোনার রুচি নেই আমার। রাজনীতি আমার জন্য নয়।” তারপরই আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় দেখা যায়, তাঁর জায়গায় প্রার্থী হচ্ছেন সায়নী। সায়নী বর্তমানে তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী। এর আগের বার তিনি আসানসোল থেকে নির্বাচন লড়ে পরাজিত হন। -ফাইল চিত্র 

আরও খবর : Sasraya News, Sunday Literature Special, 10 March 2024 : সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল।। ১০ মার্চ, ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment