Sasraya News

Saturday, February 8, 2025

Tmc Candidate List : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান হল না মিমি, নুসরাত, অর্জুন সহ মোট পাঁচ জনের

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Tmc Candidate List)। সেই প্রার্থী তালিকায় নাম নেই ক’য়েকজন সাংসদের। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর নাম। অর্জুন ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির টিকিটে আগেরবার লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন। পরে অবশ্য দল বদল করে ফেরেন তৃণমূল কংগ্রেসে (TMC)। এবার ওই কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। ওই আসনে তৃণমূল প্রার্থী করেছে, পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক বর্তমানে রাজ্য মন্ত্রীসভার সদস্য। এছাড়াও লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পাননি, অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। অবশ্য যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ক’য়েক দিন আগেই ঘোষণা করেছিলেন তিনি সাংসদ পদ ছাড়বেন। এবার যাদবপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করেছে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সয়নী ঘোষকে। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এবার লোকসভায় লড়ার জন্য টিকিট পাননি অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। ওই আসনে এবার তৃণমূলের হয়ে লড়বেন হাজি নুরুল ইসলাম। এছাড়াও মথুরাপুর লোকসভা আসনে চৌধুরী মোহন জাটুয়ার আসনে এবার প্রার্থী বাপী হালদার। বর্ধমান পূর্ব কেন্দ্রেও প্রার্থী বদল করেছে তৃণমূল। এবার ওই আসনে লড়বেন ড. শর্মিলা মণ্ডল। তৃণমূল সুপ্রিমোর কথায়, যাঁরা প্রার্থী পদ পাননি তাঁদেরকে দলের অন্য কোনও দায়িত্বে নিয়ে আসা হবে বলে উল্লেখ। -সংগৃহীত চিত্র 

আরও খবর : Adhir Chowdhury : অধীরকে হারাতে বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment