



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লির তিহাড় জেলের কুখ্যাত বন্দি অমিত ওরফে ‘দাবাং’ (Amit aka Dabang) তিল্লু গ্যাংয়ের (Tillu Gang) অন্যতম সক্রিয় সদস্য। শুক্রবার, বিয়ের আসর তাঁর গ্রাম নরেলার তাজপুরে (Tajpur, Narela)। কিন্তু ফুল-মালার সঙ্গে বন্দুকের ছায়াও ঘনিয়েছে এই বিয়েতে। কারণ, পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে ছাড়া পেলেও বিয়ের পরই তাঁকে ফিরতে হবে সেই পুরনো ঠিকানায় তিহাড় জেল (Tihar Jail)।দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ২০২০ সালে এই গ্যাংস্টারকে গ্রেফতার করে। তার আগে পর্যন্ত তিল্লু গ্যাংয়ের একাধিক হিংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত ছিল সে। তার বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও আন্ডারওয়ার্ল্ড সংক্রান্ত নানা অভিযোগে একাধিক এফআইআর রয়েছে। পুলিশ অমিতের (Amit) সন্ধানদাতাকে দু’লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল। বর্তমানে সে তিহাড়ের তিন নম্বর সেলে বন্দী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিহাড় থেকে সোজা তাজপুর গ্রামের বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে অমিতকে। তবে কোনওভাবে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়, সে জন্য গ্রামের চারপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশবাহিনী ও আধাসামরিক বাহিনী। কারণ, এই গ্রাম শুধু অমিতের পৈতৃক বসত নয়, তিল্লু গ্যাংয়েরই শক্ত ঘাঁটি। সেখানেই অমিতের (Amit aka Dabang) আত্মীয়-পরিজন, সহচর এবং ‘সহকর্মী’দের উপস্থিতিতে বসবে বিয়ের আসর। তিল্লু গ্যাংয়ের জন্মদাতা ছিল কুখ্যাত অপরাধী সুনীল মান ওরফে তিল্লু তাজপুরিয়া (Sunil Mann aka Tillu Tajpuriya)। রোহিণী আদালতের (Rohini Court) ভিতরে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বরের সেই রুদ্ধশ্বাস দিনটি এখনও ভুলতে পারেনি দিল্লি। আইনজীবীর ছদ্মবেশে আদালতে ঢুকে পড়ে তিল্লু গ্যাংয়ের দুই সদস্য। তারপর মুহুর্মুহু গুলি ১৮টি গুলি সরাসরি গিয়ে লাগে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর (Jitendra Gogi) শরীরে। আদালতের মধ্যেই মৃত্যু হয় গোগীর। সেই মামলার তদন্তেই উঠে আসে তিল্লুর নাম। পরে গ্রেফতার হয় সে। তবে সেই গ্রেফতারই ছিল আরও রক্তপাতের সূচনা। ২০২৩ সালে তিহাড় জেলের মধ্যেই প্রতিপক্ষ গোগী গ্যাংয়ের সদস্যদের হাতে খুন হন তিল্লু। জানা যায়, শত্রুরা জেলের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে টানা আক্রমণ চালিয়ে হত্যা করে তাকে। এরপর থেকেই জেলে বসেই তিল্লুর অনুগামীরা প্রতিশোধ নেওয়ার ছক কষতে থাকে। অভিযোগ, সেই ষড়যন্ত্রের অন্যতম মাথা ছিলেন অমিত। গোগী গ্যাংয়ের এক সদস্যকে খুনের পরিকল্পনার অভিযোগে ফের নতুন করে মামলায় জড়িয়ে পড়ে সে।
এখানেই শেষ নয়। ২০১৮ সালে গোগীর এক ঘনিষ্ঠ সহযোগী মনু নেপালি (Manu Nepali) খুনের ঘটনায়ও নাম জড়িয়েছে অমিতের। তদন্তকারীদের মতে, এই হত্যা ছিল তিল্লু ও গোগী গ্যাংয়ের দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বেরই এক রক্তাক্ত অধ্যায়। তিল্লুর মৃত্যুর পর গোটা গ্যাং কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়লেও, অমিত ও তার ভাই মোহিত (Mohit) কিছুদিন তা ধরে রাখার চেষ্টা করে। পরে মোহিত মানসিক অবসাদে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। এসবের মধ্যেও ব্যক্তিগত জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে অমিত। যদিও আইন তাকে আর বেশি সময় দিচ্ছে না। পাঁচ ঘণ্টার মধ্যে বিয়ে সেরে আবার ফিরতে হবে তিহাড়ের ঘেরা পাঁচিলের ভিতরে। তবে এত কড়াকড়ির মধ্যেও গ্যাংয়ের অন্যান্য সদস্যদের উপস্থিতি নিয়ে পুলিশ চিন্তিত। এমনকি আশঙ্কা করা হচ্ছে, বিয়ের মঞ্চকে ব্যবহার করে কোনও বার্তা ছড়াতে পারে গ্যাংটি। এই আশঙ্কা মাথায় রেখেই গোটা তাজপুরকে পরিণত করা হয়েছে কড়া নজরবন্দী এলাকায়।
এই মুহূর্তে দিল্লির আন্ডারওয়ার্ল্ডের গতিপ্রকৃতি ও পুরনো গ্যাংগুলির মধ্যে ছায়াযুদ্ধের একটি জীবন্ত নজির হয়ে উঠেছে এই বিবাহ ও তা ঘিরে পুলিশের টানটান প্রস্তুতি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Delhi | স্বচ্ছ দিল্লির ডাক: ‘নো টলারেন্স’ নীতি ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার
