



কে এগিয়ে ‘টাইগার ৩’ নাকি ‘পাঠান’!
Tiger 3, Box office, Box office record, Bollywood Film, Dewali Relese Tiger 3, Bollywood Movie Tiger 3,, Salman Khan, Katrina Kaif, Sah rukh Khan, Hrithik Roushan, Bollywood Collection :: সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সালমান খান-এর ছবি (Salman Khan) টাইগার ৩’ (Tiger 3) মুক্তি (Relese) পেল দীপাবলিতে। এই প্রথম সালমানের ছবি ঈদ ছাড়া দীপাবলিতে রিলিজ করল।

ছবিটিকে ঘিরে মুক্তির আগেই বক্স অফিসে (Box office) আলোড়ন ওঠে। ক’য়েক বছরের বিরতির পরে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (Salman Khan and Katrina Kaif) একফ্রেমে। টাইগার ৩ -এ দীর্ঘদিন পরে দর্শক দেখল সালমান ও ক্যাটরিনার অন স্ক্রিন রোম্যান্স (Romance) ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) এছাড়াও হৃতিক রোশনের (Haritik Roushan) উপস্থিতি ছবিটি সম্পর্কে দর্শকদের ভেতর বাড়তি অনুপ্রেরণা বলে উল্লেখ। পাঠান সিনেমার (Pathan Cinema) প্রথম দিনের আয় ছিল ৫৫ কোটি টাকা। সেই নিরিখে টাইগার-৩ ছবিটির আয়ের পার্থক্য থেকে গেল। বক্স অফিস রিপোর্ট সূত্রে খবর, সালমান খান ও ক্যাটরিনা কাইফ -এর টাইগার-৩ প্রথম দিন আয় করে ৪৪.৫০ কোটি টাকা। আর শুধু মাত্র হিন্দি ভার্সন থেকে আয় ৪৩ কোটি টাকা। সালমান খান-এর কোনও ছবি প্রথম দিনে এই প্রথম ৪০ কোটির বেশি আয় করল বলে উল্লেখ। পাঠান -এর এখন পর্যন্ত মোট আয় ১১০০ কোটি টাকা।
ছবি : সংগৃহীত
