



দশ কোটি অগ্রীম টিকিট বুকিং টাইগার তিনের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সলমন খান-এর ছবি টাইগার-তিন নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। সূত্রের খবর, সালমানের এই ছবি দেখার জন্য অগ্রীম দশ কোটি টিকিট বুকিং হয়ে গিয়েছে। ছবিটি নিয়ে বি-টাইনে শুরু হয়েছে জোর চর্চা। সালমান-এর এর এই ছবিতে ক্যামিও চরিত্রে শাখরুখ খান ছাড়াও কবীর চরিত্রে হৃত্বিক রোশনকে দেখা যাবে বলে উল্লেখ। ছবিটির প্রচার নিয়ে ব্যস্ত বলিউডের ভাইজান। সূত্রের আরও খবর যে, জওয়ান ছবিটির মতনই সালমান-এর টাইগার-৩ এর শো-ও শুরু হবে ভোর থেকেই।
ছবি : সংগৃহীত
