Sasraya News

Saturday, February 8, 2025

Theatre : তিনটি নাটক অনেকগুলি কোলাজ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সম্প্রতি তপন থিয়েটারে মঞ্চস্থ হল তিনটি নাটক (Theatre)কসবা অনুপ্রাস-এর নাটক তিনটি যথাক্রমে প্রেম, থ্রিলার, কমেডি নির্ভর। কসবা অনুপ্রাস-এর (Kasba Anuprash) পরিবেশনা দর্শকদের মন অন্যরকম ভাললাগায় ভরিয়ে দিতে সক্ষম। ‘কনে দেখা আলো’ নাটকটি মূলত প্রেম, ঘৃণা, ভালবাসা, বিরহের নির্ভর।

 

 

ঘুরে দাঁড়ানোর চমক জাগে নাট্য কর্মীদের অভিনয় ক্ষুধায়। ‘বাস্তুতন্ত্র’ নাটকটি ত্রিলার নির্ভর। হত্যা ও প্রতিশোধের চিত্র প্রত্যক্ষ করা যায়। অন্য আরেকটি কমেডি নির্ভর নাটক ‘চিনি ছাড়া লিকার’ একটি নিখাদ প্রেমের জোয়ারে বোনা। প্রজন্ম নির্ভর প্রেমের বিবর্তনই ফুটে উঠতে দেখা গিয়েছে ‘চিনি ছাড়া লিকার’ নাটকটিতে। তিনটি নাটক তিনটি মোড়কে দর্শকাসনে বসে থাকা দর্শকদের ভিন্ন মনোজগতে নিয়ে যায়।

আরও পড়ুন : Rain Forecast : নিম্নচাপের ভ্রুকুটি, ভ্যাপসা গরম আরও বাড়বে! 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment