



এখন স্বচ্ছতাই মূল হাতিয়ার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : চাকরি প্রার্থীদের আমরণ অনশন আন্দোলন আরও একটি দিন গড়িয়ে গেল। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। তবুও তাঁদের আন্দোলন থেকে না নড়ার কথা ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা।
উল্টোদিকে, অনশনকারীদের অনশন তুলে নিতে বলেছেন প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি অনশন-আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন সেটা অনভিপ্রেত। অনশন তুলে নিন। সুস্থ থাকুন।’ পাশাপাশি তিনি বলেন, ‘স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখা হবে। মেধা মেনে চলব আইন মেনে চলব।’ তাঁর এই বক্তব্যেই স্পষ্ট, বোর্ড অনড় তাঁদের সিদ্ধান্ত থেকে। অপর দিকে, আন্দোলনকারী চাকরিপ্রার্থীরাও নিজেদের অবস্থান অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন। অপর দিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা আন্দোলনে বসেছেন। তাঁদের দাবি, তাঁরা ২ বার ইন্টারভিউ দিয়েছেন। ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণরা সরাসরি নিয়োগে চাইছেন। ২০১৭ সালের টেট পাশ করা প্রার্থীরা সরাসরি বিরোধিতা করছেন ২০১৪ -এর টেট উত্তীর্ণ প্রার্থীদের। পুনরায় তাঁরা নিয়োগ প্রক্রিয়ার ভেতর যেতে চান না। এই বিষয়ে বোর্ড সভাপতি গৌতম পাল, বলেছেন, ‘সব শ্রেণির গ্রহণযোগ্যতা একই সারিতে।’ আগামীকাল থেকে রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে বলে খবরে প্রকাশ। স্বচ্ছতা বজায় রাখার জন্য অন ক্যামেরা রেজিষ্ট্রেশন হবে বলে উল্লেখ। বোর্ড সভাপতি জানিয়েছেন, টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।
